খুলনা জেলার রূপসা উপজেলার ২ নং শ্রীফলতলা ইউনিয়নের মোছাব্বারপুর টু জোয়ার সড়কের মাঝামাঝি স্থানে রাস্তার উপর পড়ে থাকা সেই গাছটি আজও অপসরন করা হয়নি। গত ৪ আগষ্ট সোনালী স্বপ্ন ডট কমে এবিষয় নিয়ে প্রকাশিত সংবাদ উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হয়। তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে গাছটি অপসরন করে জনদূর্ভোগ লাঘবের জন্য নির্দেশনা দেন বলে সোনালী স্বপ্ন কে জানান।
এরপর ৪দিন অতিবাহিত হলেও আজ সরোজমিনে গিয়ে দেখা যায় গাছটি সেভাবেই রাস্তার উপর পড়ে রয়েছে। সংগত কারনে জনমনে প্রশ্ন উঠেছে জনদূর্ভোগ লাঘবের এদ্বায় কার ? জনপ্রতিনিধিদের কাজ কি ?
উল্লেখ্য গত দেড় বছর অতিবাহিত হলেও আজ অবধি গাছটি অপসরণ না করার ফলে একদিকে যেমন সরকারি মূল্যবান গাছটি নষ্ট হচ্ছে অপরদিকে জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ভুক্তভোগীরা জানিয়েছে গাছটি দ্রুত অপসরণ না হলে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে মানববন্ধন করা হবে।