খুলনার রূপসা নদীতে পড়ে যাওয়ার দু’দিন পর ফিশিং বোটের শ্রমিক মোঃ রাকিব হোসেন হাওলাদারের (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১২ আগস্ট) দুপুরে নগরীর শিপইয়ার্ডগেট এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। রাকিব নগরীর লবনচরা ইসলামপাড়া ১নং গলির মোঃ সেলিম হাওলাদারের ছেলে। রূপসা নৌপুলিশ ফাঁড়ির এস আই অমিত সাহা জানান, রাকিব ফিশিং ট্রলারের বাম পাশে পরিস্কার করার সময় পা পিছলে পড়ে গিয়েছিল। এঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (যার নং-১৮৮)।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে রূপসা শিপইয়ার্ড সংলগ্ন বরিশাল ঘাট এলাকায় এম.বি ম্যাটাডর নামের ফিশিং ট্রলারে পরিচ্ছন্ন কাজ করার সময় রাকিক হাওলাদার নদীতে পড়ে যায়।