খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলার ৪ হাজার ৬শ’ পরিবার “নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ” পেলেন। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এই সব পরিবার শাড়িসহ ১৭ ধরণের উপকরণ পেয়েছেন।
কেয়ার-বাংলাদেশের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন সাইক্লোন আম্ফান সাড়াদান প্রকল্পের আওতায় খুলনা জেলার আজ মঙ্গলবার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের ৬০০টি পরিবারের মধ্যে নারীর মর্যাদা সুরক্ষায় ১৭ ধরণের উপকরণ প্রদান করা হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এই উপকরণাদি হস্তান্তর করা হয়।
নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমিরুন নেছা, সুলতা মন্ডল, রিনা সরদার প্রমুখ।
উল্লেখ্য, কেয়ার-বাংলাদেশের সহায়তায় রূপান্তর এই প্রকল্পের আওতায় খুলনা জেলার কয়রা ও দাকোপে সর্বমোট ৪,৬০০ পরিবারের মধ্যে “নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ” (উরমহরঃু করঃং) বিতরণ কার্যক্রম আজ শেষ হয়েছে।