রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়নের চাদপুর গ্রামে শ্রী শ্রী দলিত সার্বজনীন দূর্গা মন্দিরের উদ্বোধন ১৯ আগষ্ট দুপুরে অনুষ্ঠিত হয়।
রূপসা দলিত কল্যান সংস্থা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মন্দিরের উদ্বোধন করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
সংগঠনের সভাপতি অমিয় দাস দুলালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জন দাসের পরিচালনায় বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি অজিত দাস,কোষাধ্যক্ষ উত্তম দাস, মহিলা সম্পাদিকা দীবা দাস,পূজা পরিষদ নেতা সাংবাদিক চিত্ত রন্জ্ঞন সেন,সংগঠনের নেতা প্রেম দাস,শক্তি গাইন,বিধান দাস,মৃত্যুন্জ্ঞয় বিশ্বাস,অমর দাস,সুশান্ত শীল,শৈলেন শীল,রতন দাস,সাবেক মেম্বর জাহাঙ্গীর আলম,রীমা শীল,মনিকা দাস,আজগর আলী বেহারা,বিক্রম দাস,লঙ্কেশ্বর দাস,বাদল বিশ্বাস,শ্রীবাস বিশ্বাস,প্রভাষ বিশ্বাস,চম্পা রানী মিতা রানী তাপসী রানী,সমীর দাস,নরেন ঋষী।মন্দিরের জন্য জমিদান করেন নরেন চন্দ্র দাস।