রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ (৫৪) ২৩ আগষ্ট রোববার সকাল সাড়ে ৮টায় হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তার মৃত্যুতে গভীর শোক ও শোক সোন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিতিদাতারা হলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এসএম আবু সাঈদ, উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী, মো. আনোয়ার হোসেন, মুহাঃ সামছুজ্জামান শাহীন, ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সহ-সভাপতি খাঁন মিজানুর রহমান, সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহামান, সাইফুল ইসলাম বাবলু, তরুন চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, সহ-সম্পাদক হোসাইন আহমেদ, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য সদস্য এমডি অলিদ শেখ, সদস্য তরিকুল ইসলাম, এমএ আজিম, খাঁন আব্দুল জব্বার শিবলী, আব্দুল কাদের, আক্তার খান, চিত্ত রঞ্জন সেন প্রমুখ।