বগুড়ায় নাহিদ হোসেন নামের এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে শহরতলীর শাকপালা এলাকায় এঘটনা ঘটে। নিহত নাহিদ শহরের ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুৎ সমিতর উপ-ঠিকাদার ছিলেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, রাত ৯ টায় কয়েকজন যুবক ফুলতলা বাজার থেকে নাহিদকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে গিয়ে নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে, স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১০ টায় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নাহিদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন।