ইমাম হাসান (প্রতিনিধি রুপসা)ঃ খুলনা খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও দেশের খ্যাতিমান প্রতিষ্ঠান এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুস সালাম মূশের্দী’র মেঝ ভাই কামাল উদ্দিন হায়দার ময়না (৬৭) গতকাল রাত ৪টা ১৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
এর আগে গতকাল রাত ৯টায় হার্ট অ্যাটাক জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ১৭ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
কর্মময় জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ কবাদ আসর মরহুমের জানাযা নিজ গ্রামের নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে রূপসা, তেরখাদা,দীঘলিয়া উপজেলাবাসী গভীর ভাবে শোকাহত