খুলনা সদরের মিস্ত্রিপাড়ায় ঠিকাদার শেখ ইউসুফ আলীর ছোড়া গুলিটি ছিলো পয়েন্ট থ্রি নট থ্রি পিস্তলের। চাঁদাবাজদের উদ্দেশ্যে করা ঠিকাদারের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিদ্ধ হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী লামিয়ার পায়ে। এ ঘটনায় নিজেকে বাঁচাতে উল্টো মামলা করলেন ওই ঠিকাদার।
শুক্রবার সকাল ১১টার দিকে ওই স্কুলছাত্রীর বাম পায়ে গুলি লাগলেও গুলিটি উরুতে আটকে যাওয়ায় শনিবার বিকেল ৪টা পর্যন্ত অস্ত্রোপাচার করা যায়নি। লামিয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয়রা জানায়, মিস্ত্রিপাড়া আরাফাত জামে মসজিদের পাশের বাবু খান রোডের সংস্কারের কাজ পান মিস্ত্রীপাড়ার বাসিন্দা ইউসুফ আলী সরদার। কিছু দুষ্কৃতকারী এই কাজটির জন্য চাপ দিচ্ছিল। দুষ্কৃতকারীরা কাজটা কিনতে চায়। তারা ইউসুফ আলীর বাড়ির সামনে গেলে তিনি দুই রাউন্ড গুলি করেন। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের বাড়ির ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া লামিয়ার পায়ে লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
লামিয়া আরাফাত জামে মসজিদ এলাকার জামাল হোসেনের মেয়ে ও ইকবালনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।