খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা-৬ কয়রা – পাইকগাছা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু করোনা আক্রান্ত হয়েছেন।
তাঁকে ৭ সেপ্টম্বর সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি’র বিশেষ সহযোগিতায় খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ২১১নং ভিআইপি কেবিনে ভর্তি আছেন।
মহান সৃষ্টিকর্তার কৃপায়ে তিনি মোটামুটি সুস্থ্য আছেন।সকলের কাছে তাঁর জন্য দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সভাপতি, কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা শাখার সাধারন সম্পাদক এডঃ সুজিত অধিকারী।