রূপসা প্রতিনিধিঃ যুব সম্প্রদায়কে মাদকের করাল গ্রাস থেকে মুক্তি এবং তাদেরকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যে শহীদ মুনসুর স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ৪০ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান গত ৮ সেপ্টেম্বর বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যামিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। স্বাগত বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ।
কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ জুলফিকার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. তরুন চক্রবর্তী বিষ্ণু। সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন কৃতি ফুটবলার এস এম শাহীন, সাইদুল ইসলাম পাইক, জামাল হোসেন, আনোয়ার হোসেন খান, জাকির হোসেন, আওরঙ্গজেব স্বর্ন, সাইফুল ইসলাম খান, মনিরুল ইসলাম মন্টু, ইসলাম সরদার, নাহিদুজ্জামান, শফিকুর রহমান ইমন, আব্দুল আলীম, মো: শাহজাদা, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন প্রমুখ। প্রশিক্ষনে ৪৮ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করবে।