আব্দুল লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ,মুজিব বর্ষে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে ডুমুরিয়া উপজেলায় চলতি অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার ৪০টি সরকারি/বে সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ বিতরণ ও অবমুক্ত করণ করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ বিতরণ ও অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রসাশনিক কর্মকর্তা কাজী আব্দুল হাই,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, শেখ সিদ্দিকুর রহমান, উপজেলা সারা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান, উপজেলা সহকারী মৎস্য অফিসার চিত্ত রঞ্জন পাল,আব্দুস সালাম বিশ্বাস, উপজেলাপরিষদ মসজিদের সহকারী ইমাম অহিদুজ্জামান প্রমুখ।।