রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার শিয়ালী গ্রামের ভোলানাথ বিশ্বাসের পুত্র সরকারী বঙ্গবন্ধু কলেজের প্রভাষক উত্তম কুমার বিশ্বাসকে প্রতিপক্ষরা পিটিয়ে আহত করেছে।
ভুক্তভোগী সুত্রে জানা গেছে গত ১০ সেপ্টেম্বর সকালে একই গ্রামের ভগিরথ ঊত্তম বিশ্বাসের মৎস্য ঘেরে টমেটোর চারা লাগাতে যায়। বিষযটির প্রতিবাদ করে উত্তম। এ সময় প্রতিপক্ষরা উত্তমকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। প্রানভয়ে জখমপ্রাপ্ত উত্তম দৌড়ে নিজের বাড়িতে আশ্রয় নেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বিকালে উত্তমকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। কিছুদিন পূর্বে দুটি পক্ষের দলিলসহ কাগজপত্র দেখে জেলা আওয়ামীলীগ নেত্ববৃন্দ উত্তম বিশ্বাসের পক্ষে রায় প্রদান করলেও ভগিরথ তা মেনে না নেয়ায় আজ উত্তম বিশ্বাসের উপর হামলা চালান হয়েছে বলে ভুক্তভোগী জানায়।