খুলনা জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রূপসা থানা এলাকা হতে ৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট, দুইটি কালো রংয়ের মোবাইল চার্জার, ০৩ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, একটি লাল রংয়ের হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেল সহ ২ জনকে গ্রেফতার করেছে।
খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১১সেপ্টম্বর গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন খুলনা টু বাগেরহাট গামী মহাসড়কের কাজী সোবহান পেট্রোল পাম্পের বিপরীত পার্শ্বে শাওন এর চায়ের দোকানের সামনে থেকে গোপালগঞ্জ জেলার সদর থানার বাসিন্দা এবং ৯নং ওয়ার্ড খালিশপুর, ফেয়ার ক্লিনিকের পিছনে মোঃ ইব্রাহীম আলী এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ তৌহিদ সর্দারের পুত্র মোঃ সুজন (৩২) ও ২৮ নং ওয়ার্ডের ২নং ক্রস রোড টুট পাড়ার মোঃ আহাদুল ইসলামের পুত্র মোঃ জাহিদুল ইসলাম(৩১)কে আটক করে।
এসময় তাদের হেফাজত হতে দুইটি কালো রংয়ের মোবাইল চার্জারের ভিতরে অভিনব কায়দায় রক্ষিত সর্বমোট ৭৯ (ঊনআশি) পিচ ইয়াবা ট্যাবলেট, ০৩ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, একটি লাল রংয়ের হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেল উদ্ধার করে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।