বিজ্ঞপ্তিঃ করোনা মোকাবেলায় গণসচেতনা তৈরিতে খুলনা ও বরিশাল জেলায় নানামুখী ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। ইউএসএইড ও ইউকেএইড-এর আর্থিক সহযোগিতায় কাউন্টারপার্ট ইন্টারন্যানালের সহায়তায় রূপান্তর এবং আভাস মাঠ পর্যায়ে এ কাজ বাস্তবায়ন করে।
কর্মসূচীর মধ্যে ছিল ই-ক্যাম্পেইন সামগ্রী উন্নয়ন ও প্রচার, মাইকযোগে সম্প্রচার, সচেতনতামূলক প্রচার সামগ্রী তৈরি ও মানুষের মাঝে বিলি, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে জেলা ও উপজেলা পর্যায়ে সভা ও সমন্বয় এবং জেলা ও উপজেলা পর্যায়ের করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সভা।
করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য এ পর্যন্ত মোট ছয়টি পটগান প্রস্তুত ও ভিডিও তৈরি করা হয় যা’ রূপান্তর-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হয়। গতকাল ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এর মোট দর্শকসংখ্যা ছিল ৮২ লাখ ৬৮ হাজার ৬৯১ জন। দুই জেলার মেট্রোপলিটন শহর এলাকা এবং উপজেলাসমূহে সর্বমোট চার হাজার দুইশ’ ৩২ ঘন্টা মাইকযোগে করোনা সচেতনীকরণে মাইকযোগে সর্বমোট চার হাজার দুইশ’ ৩২ ঘন্টা প্রচার করা হয়। ৫২ হাজার পাঁচশ’ কপি প্রচারপত্র ইতোমধ্যেই বিলি করা হয়েছে দু’ জেলায়।
রাষ্ট্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠান যেমন মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, মাধ্যমিক শিক্ষা দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে ১৪৭টি এবং জেলা ও উপজেলা পর্যায়ের করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সাথেও ১৪৭টি সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তাদের সাথে এই সভাসমূহে অংশগ্রহণ করেন বাল্যবিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে গঠিত প্লাটফর্মের সদস্যবৃন্দ।
সভায় দায়িত্বশীল কর্মকর্তাগণ করোনাকালে চিকিৎসা, শিক্ষা ও রাষ্ট্রীয় নানান প্রণোদনায় নারীকে অগ্রাধিকার প্রদানের অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে বাল্যবিয়ে প্রতিরোধে আরো জোরালো ভ‚মিকা পালনের ঘোষণা দেন।