তরিকুল ইসলাম ডালিম,খুলনা প্রতিনিধিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন। অপরাধী যে হোক তাকে ছাড় দেওয়া হবেনা। আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আজ দুপুরে রূপসা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা নির্বাহি অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, আরএমও সঙ্গীতা চৌধুরী। বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, প্রকৌশলী মো.ওয়াহিদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু বকর মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, সহকারী প্রগ্রামার মো.রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী,জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর হোসেন, ইসহাক সরদার, সাধন কুমার অধীকারী, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, ইউপি সদস্য বিনয় কৃষ্ণ হালদার, রিনা পারভীন প্রমূখ।