নিজস্ব প্রতিবেদকঃ রূপসায় দীর্ঘদিন ধরে দিনে দুপুরে দোকানের সার্টার ভেঙে ও রাতে বাড়ির জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটে আসছিল। থানায় মামলা হলেও পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি। গত ১৬ সেপ্টম্বর দুপুরে রামনগর গ্রামে আকবরের মোড়ে একটি বিকাশের দোকানের সামনে সামিয়ানা টাঙিয়ে সার্টার ভেঙে চুরি করার সময় এলাকাবাসী হাতে নাতে ৩ চোরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। আরো ২জন টাকা ও মালামাল নিয়ে পালিয়েছে। আটককৃতরা হলো তাজেল, রেজাউল ও অজ্ঞাত ১জন। সামছু নামের ১ জন ওদের সর্দার বলে আটককৃতরা জানিয়েছে।
এর আগে গত ২১ আগষ্ট দিবাগত রাতে রূপসা থানার পূর্ব-রূপসা বাজারের মজুমদার এন্টার প্রাইজের গোডাউনের ক্লপসেবল গেটের তালা ও লোহার দরজা ভেঙে মালামাল লুট করেছে একটি চক্র। এঘটনায় থানা পুলিশ মামলা গ্রহন না করে অভিযোগ নিয়েছে। অভিযোগের বাদী জালাল শেখ পুলিশের আচরনে ক্ষোভ প্রকাশ করেছে। জালাল শেখ অভিযোগ করে সোনালী স্বপ্নকে জানিয়েছে গত শুক্রবার দিবাগত রাতে তার মজুমদার এন্টার প্রাইজের গোডাউনের তালা ও লোহার গেট ভেঙে ড্যানিস কনডেন্স মিল্ক ১০ কার্টুন যার মূল্য ২৬,৪০০ টাকা,গুড়া দুধ ৮ কার্টুন যার মূল্য ৪০,৩২০ টাকা, চাপাতা ১২ বস্তা যার মূল্য ৮১,৬০০ টাকা এবং নগদ ২৫,০০০ টাকাসহ সর্বমোট ১লক্ষ ৭৩ হাজার ৩ শত ২০ টাকা নিয়ে যায়।
গত ২৫ আগষ্ট দুপুরে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুজন টেলিকমের সামনে পলিথিন টানিয়ে শাটার ভেঙে ৭৫ হাজার টাকা ও মোবাইল চুরি হয়। তার ২/৩ দিন পর বীরশ্রেষ্ঠ রুহুল আমীন সড়কের রবের মোড়ে একটি বিকাশের দোকানে শার্টার ভেঙে চুরি হয়। এলাকার বিজ্ঞজনেরা ধারনা করছেন দূঃধর্ষ এই চোর চক্রের সদস্যরা গত ১২ মার্চ থানার নৈহাটী কালিবাড়ী বাজারে কুয়েত প্রবাসী আরমান শেখের বাড়ির জানালার গ্রীল কেটে ৩৫ ভরির অধিক সর্ণালংকারসহ ১লক্ষ ৩০ হাজার টাকা চুরি করে। এবং গত২২ জুলাই বাগমারা গ্রামের চিংড়ি মৎস্য ব্যবসায়ী ফারুক সানার দোতালার জানালার গ্রীল কেটে ১৫ ভরি স্বর্ণালংকারসহ ১ লক্ষ ৫০ হাজার টাকা চুরির সাথে সম্পৃক্ত থাকতে পারে।