নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ খুলনায় বিদ্যুতের খুঁটি ও পাথর ভর্তি দু’টি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত ব্যক্তি পরিচয় এখনো জানা যায়নি।
খানজাহান আলী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ শোয়াইব হোসেন মুন্সী জানান, বৈদ্যুতিক পিলারবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭৩৭৩) কুয়েট’র অদূরে দাঁড়িয়েছিল। রাত ২টার দিকে পাথর বোঝাই একটি ট্রাক (যশোর ট-১১-৪৭২৬) খুলনা বাইপাস সড়ক দিয়ে ঢুকে ফুলবাড়ীগেটের দিকে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে লম্বা পিলারের মাথা পাথর বোঝাই ট্রাকের সামনে দিয়ে ঢুকে যায়। ঘটনাস্থলেই ধাক্কা দেয়া ট্রাকের হেলপার মারা যায়।
পিলারের আঘাতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় দরজা কেটে ছিন্ন ভিন্ন লাশ বের করতে হয়। আঘাতকারী ট্রাক ও ক্ষতিগ্রস্ত ট্রাকের চালকের সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পাথর বোঝাই ট্রাকের গতি বেশি থাকায় ধাক্কায় পিলার বোঝাই ট্রাকটি প্রায় ৩০ গজ দূরে চলে যায়। তবে, ঘটনার সময় সড়কে অন্য কোন যানবাহন বা পথচারী না থাকায় বড়ধরণের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। খানজাহান আলী থানা পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।