আব্দুল লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ ডুমুরিয়া উপজেলা সদরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বাল্য বিয়ে দেয়ার অভিযোগে পিতা হাফিজুর রহমান গাজীকে ৭ দিনের কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে।
রোববার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জিব দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত সূত্রে জানা গেছে, ডুমুরিয়া বড় বাজারের পাশে মৃত বক্স গাজীর পুত্র মোঃ হাফিজুর গাজী(৩২) তার ৫ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাল্যবিবাহ দিয়েছেন মর্মে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পান।
অতঃপর অভিযুক্ত পিতা হাফিজুর রহমানের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন’২০১৭ এর ৮ ধারা এবং দণ্ডবিধি’১৮৬০ এর ১৮৭ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০/- অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ডুমুরিয়া থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।