আব্দুল লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ ডুমুরিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে দু’টি বাজারে অভিযান পরিচালিত হয়। সোমবার বিকেলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এ অভিযানের নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, ডুমুরিয়া উপজেলার হাসানপুর বাজারে তদারকি করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় সালমান মেডিকেল গ্যালারীকে ৩ হাজার ও মূল্য বিহীন ওষুধ (ফিজিসিয়ান স্মাম্পল) ও মিথ্য বিজ্ঞাপন দেওয়ায় ইরানী ঔষধালয়কে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
অপর একটি অভিযানে উপজেলার বরুণা বাজার তদারকি করে মূল্য, মেয়াদ বিহীন প্যাকেটজাত খাদ্য পন্য থাকায় পূজা স্টোরকে ৩ হাজার ও ঘি এর বোতলে মেয়াদ, মূল্য, ওজন না থাকা, মূল্য তালিকা না থাকায় বৈশাখী মিষ্টিন্ন ভান্ডারকে কে ৪ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযানে চাল,পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার তদারকি কারসহ সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো সহ সচেতন করা হয়।
বাজার পরিদর্শন মূলক এই অভিযানে সার্বিক সহায়তা করেন ৩য় এপিবিএন পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।