নিজস্ব প্রতিবেদকঃ “শান্তির পথে একসাথে” এই যাত্রার সূচনা হোক সারা বাংলাদেশে। উন্নয়ন এবং শান্তিযাত্রা হাত ধরাধরি করে এগিয়ে যাবে – আন্তর্জাতিক শান্তি দিবসে সেটিই কামনা করছি।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, ২১ সেপ্টম্বর সার্কিট হাউস মাঠে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থা রূপান্তর এর নেতৃত্বে পিস কনসোর্টিয়াম আয়োজিত “শান্তি সাইকেল র্যালী” উদ্বোধনকালে একথা বলেন।
বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় আয়োজক এবং পিস ক্লাবের যুব সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ যুবদের নেতৃত্বে সহনশীল ও মানবিক একটি দেশ হয়ে উঠবে, হবে পারস্পরিক শান্তি – সম্প্রীতি ও সহনশীলতার মডেল।
অনুষ্ঠানে খুলনার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, প্রেস ক্লাব সভাপতি ও রূপান্তর-এর নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন।
মহানগরীর ৩১টি ওয়ার্ডের পিস ক্লাবের যুব সদস্যরা এই সাইকেল র্যালীতে অংশ নেন। খুলনা সার্কিট হাউস ময়দান থেকে শুরু হওয়া এই র্যালী শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাপ্ত হয়। এখানে শান্তির স্বপক্ষে আয়োজিত স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে সকলেই অংশগ্রহন করেন।
প্রসঙ্গতঃ আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে পিস কনসোর্টিয়াম পক্ষকালব্যাপী প্রচারাভিযানের আয়োজন করে। এবারে দিবসের জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রতিপাদ্য “শান্তির পথে একসাথে” এই শ্লোগান নিয়ে ১৮৯টি পিস ক্লাবের প্রায় ৪ হাজার সদস্য গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রচারাভিযানে অংশ নিয়েছে।
আগামী ২৭ সেপ্টেম্বর প্রচারাভিযানের সমাপ্তি উপলক্ষে খুলনা সার্কিট হাউস অডিটরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। খূলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।