নিজস্ব প্রতিবেদকঃ আব্দুল মালেক স্বাস্থ্য অধিদপ্তরের একজন ড্রাইভার। অষ্টম শ্রেনী পাশ তৃতীয় শ্রেনীর একজন সরকারি কর্মচারী তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের গাড়ী চালক এই আব্দুল মালেক এখন শতকোটি টাকার সম্পদের মালিক।
দক্ষিন কামার পাড়ায় মালেকের স্ত্রীর নামে রয়েছে দুটি ৭ তলা বিলাসবহুল ভবন এবং হাতির পুলে রয়েছে ৪.৫ কাঠা জমিতে নির্মাণাধীন ১০ তলা ভবন রয়েছে। এছাড়াও রয়েছে ২৪টি ফ্লাট এবং রাজধানীর দক্ষিন কামার পাড়ায় ১৫ কাঠা জমির ওপর ডেয়ারি ফার্ম। এছাড়াও বিভিন্ন ব্যাংকে রয়েছে নামে বেনামে বিপুল পরিমান অর্থ জমা আছে।
র্যাবের দেয়া তথ্যানুযায়ী আব্দুল মালেক একই স্থানে একই পদে নিয়োজিত থেকে নিয়োগ বদলি ও পদন্নোতির নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেন। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি চাঁদাবাজী ও জাল টাকার ব্যবসাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়াও নিজের ৭জন আত্মীয়কে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে চাকরি দিয়েছেন মালেক। এসব অভিযোগে রবিবার রাজধানীর তুরাগ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য ১৯৮২ সালে মালেক সাভার স্বাস্থ্য প্রকল্পে চাকরিতে যোগদান করেন। পরে ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন সেক্টরে ড্রাইভার হিসাবে নিয়োগ পান। তারপর আর পেছনে ঘুরে তাকাতে হয়নি মালেককে।