আব্দুল লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ
খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত ও ১আহত হয়েছেন। সোমবার বেলা পৌনে ১ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালি টার্ণিং পয়েন্টে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্র জানাগেছে,খুলনা থেকে ছেড়ে আসা নম্বর বিহীন একটি পালসার মোটরসাইকেল যোগে তিন জন আরোহী চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনা স্থলে পৌছুলে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে টার্নিং স্থানে সড়কের পাশে থাকা পিলারের সাথে প্রচান্ড গতিতে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল চালক পাইকগাছা উপজেলার সাহা পাড়া এলাকার মৃত,চিত্তরঞ্জন সরকারের ছেলে দেব্রত সরকার (৪০) ঘটনা স্থলে তার মৃত্যু হয়। সাথে থাকা দুই আরোহীর মধ্যে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বারইখালি এলাকার মৃত আব্দুল গনি খানের পুত্র সেলিম খান (৪৫) গুরতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতের উদ্ধার করে।
এ প্রসংগে খর্ণিয়াস্থ চুকনগর হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা, জানান, আহতকে করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়া হয়েছে।