আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়াঃ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আ’লীগ নেত্রী শারমিনা পারভিন রুমা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। দিবসটি উপলক্ষে সোমবার তিনি সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি দিকনির্দেশনায় ডুমুরিয়া, ভান্ডারপাড়া, খর্নিয়া, আটলিয়ার বিভিন্ন এলাকার মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ, দোয়া মাহফিলের আয়োজন করেন। সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম বান্টি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।এসময় দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।