খান মো: আল আউয়াল,ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীিগর সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও জন্মবার্ষীকী উপলক্ষে এদিন বিকেলে আট্টাকা কেরামত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু ও উপজেলা সমাজসেবা অফিসার মো: সবুর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সুবীর কুমার মিত্র। উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুকসুদুর আলম প্রমূখ। এসময় বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস মতিউর রহমান, আলাল উদ্দিন আলাল, সংকর কুমার নাগ, শাহাদাৎ হোসেন, মো: আবু বকর সহ বিভিন্ন মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাও: খাবির হোসেন।