তরিকুল ইসলাম ডালিম,খুলনা প্রতিনিধিঃ খুলনার রূপসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক বাবুকে আটক করেছে।
পুলিশ ও ধর্ষনের শিকার শিশুর পরিবার জানায়, ধর্ষণের শিকার ঐ শিশুটি বাগেরহাটের ফকিরহাট উপজেলার খাজুরা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী। শিশুটি করোনার কারনে মাদ্রাসা বন্দ থাকায় কয়েকদিন আগে রূপসা উপজেলার জাবুসা এলাকায় তার খালার বাড়ীতে বেড়াতে আসে। গত ২৮ সেপ্টেম্বর সন্ধার পর পাশ্ববর্তী মৃত হারেজ মোল্লার পুত্র ফজর মোল্লা বাবু (৩৫) শিশুটিকে ফুসলিয়ে তাদের বাড়ীতে নিয়ে ধর্ষন করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আজ দুপুর ২ টার দিকে রূপসার নৈহাটি দক্ষিন পাড়া এলাকা থেকে ধর্ষক বাবুকে আটক করেছে। তবে থানায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জানান, ক্ষতিগ্রস্ত শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আর ধর্ষককে ইতিমধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার প্রস্তুতি চলছে।