নিজস্ব প্রতিবেদকঃ সমগ্র দেশব্যাপী ক্রমবর্ধমান নারী শিশু ধর্ষন ও হত্যার প্রতিবাদে রূপসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৬ অক্টেবর রূপসা উপজেলা সদরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন ,ইউপি সদস্য রিনা পারভীন ,আকলিমা খাতুন তুলি,ফিরোজা বেগম, লাভলি বেগম,সুনিতা রায়,তানজিলা বেগম, ফিরোজা বেগম, সালমা বেগম,দোলেনা বেগম,রেশমা আক্তার,চয়নিকা খান,আয়শা আক্তার,রিতা বেগম,রূপান্তরের খন্দকার জিলানী হোসেন,আজিজুল হক,নীতিশ মন্ডল ও সাংবাদিক চিত্তসেন।