রূপসা প্রতিনিধিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গীবাদসহ অপকর্মের হোতাদের ঠাঁই নেই। তিনি বলেন, বাফুফে’র নির্বাচনে চতুর্থবারের মতো আমার যে বিজয় হয়েছে তা খুলনাবাসীর জন্য উৎসর্গ করলাম। তিনি বলেন, রিয়েল লাইফ হিরো আঁখি এখন বাগমারা-খুলনার আঁখি নয়; সে এখন বাংলাদেশের দূত। আঁখি হবে বাংলাদেশের নারী উদ্যোক্তা তাই তাকে আমাদের সম্মানিত করতে হবে।
বুধবার সকাল সাড়ে ১০টায় পূর্ব রূপসা বাজার বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় নির্মিত পাবলিক টয়লেট ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী রুনা আক্তার সুমি।
স্বাগত বক্তৃতা করেন পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ আরিফুর রহমান। বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএমএ করিমের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, নৈহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, আ’লীগ নেতা সেলিম মোল্লা, মোঃ হারুন সেখ, ইউপি সদস্য আশাবুর রহমান, মোজাফ্ফার শেখ, আঃ সালাম, মোঃ মামুন শেখ, নাজির শেখ, ছিদ্দিক শেখ, যুবলীগ নেতা বাদশা মিয়া, আব্দুল হামিদ ভাষানী, মঈনুল ইসলাম টুটুল, মহিলা লীগ নেত্রী রোমেছা বেগম, বাজার বণিক সমিতির নেতা ইজ্জত আলী মীর, নূর ইসলাম, দিলীপ দাস, জুয়েল, ইসমাঈল হোসেন বাবু, হাকীম আবুল বাশার, জালাল ইসলাম।