আব্দুল লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ খুলনার ডুমুরিয়া উপজেলার শোলগাতিয়া বাজারে চিংড়িতে অপদ্রব্য (জেলি) পুশ করার অভিযোগে দুটি মাছের ডিপোতে অভিযান চালায় খুলনা র্যাব-৬। এ অভিযানে জেলি পুশ করা ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় দুটি ডিপোর মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনা কালে অবৈধভাবে জেলি পুশ করা আনুমানিক ৫০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ অভিযান পরিচালনাকালে মৎস্য এবং মৎস্যজাত দ্রব্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮৩ এর ১০ ধারায় (২) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী মৎস্য ব্যাবসায়ী চহেড়া গ্রামের সত্য প্রসাদ বিশ্বাস এবং শম্পা মল্লিককের মালিকানাধীন মেসার্স নুপুর ফিস কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা.সঞ্জিব দাসের ভ্রাম্যমান আদালত এ জরিমানা ধার্য্য করেন। এ সময় উপস্হিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দীকি, র্যাব কর্মকর্তা মেজর আনিসুজ্জামান সহ অন্যান কর্মকর্তাবৃন্দ। শেষে খাওয়ার অনুপোযোগী হিসেবে বিবেচিত হওয়ায় চিংড়ি শুলো বিনষ্ট করা হয়।