নিজস্ব প্রতিবেদকঃ বটিয়াঘাটা উপজেলার বি, আর,ডি,বি মিলনায়তনে পাচটি ইউনিয়নের নির্বাচিত নারী প্রতিনিধিদের পরিকল্পনা ও বাজেট বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
১০ অক্টোবর অনুষ্ঠিত প্রশিক্ষনে ১৩ জন নির্বাচিত নারী প্রতিনিধি অংশগ্রহন করেন। প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের জেন্ডার এন্ড ট্রেনিং অফিসার মোরশেদা খাতুন দিলারা।
জলমা,গঙ্গারামপুর,সুরখালী,ভান্ডারকোট ও আমিরপুর ইউনিয়নের নির্বাচিত নারী প্রতিনিধিগন বাজেট ও পরিকল্পনা বিষয়ে ১ দিনের প্রশিক্ষন অংশগ্রহন করেন।