নিজস্ব প্রতিবেদকঃ ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ সম্ভাব্য নারী প্রার্থীদের অংশগ্রহন বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
১১ অক্টোবর উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। সহায়কের দায়িত্ব পালন করেন রূপান্তরের অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজয়ানা আফরোজ ঐশি ও উপজেলা সমন্বয়কারী নিতিশ মন্ডল।
অবহিতকরন সভায় ১২ জন সম্ভাব্য ইউপি সদস্য প্রাথী অংশগ্রহন করেন।আম্বিয়া বেগম,আছিয়া বেগম,শিরিনা আক্তার, মীরা খাতুন,সুফিয়া বেগম,শাহানাজ বেগম,মনিরা বেগম,রুমা,কানিজ রোকাইয়া,রাজিয়া,শরিফা বেগম,হোসনেয়ারা বেগম।
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ সম্ভাব্য নারী প্রার্থীদের করনীয়,নির্বাচনের আচরন বিধি, স্থানীয় সরকারের গঠন প্রনালী,নির্বাচনে ক্যাম্পেইন ও জয়লাভের কৌশল সম্পর্কে আলোচনা হয়।