তরিকুল ইসলাম ডালিমঃ “দুর্যোগ ঝুঁকি -হ্রাসে সুশাসন” “নিশ্চিত করবে টেকশই উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে রূপসায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও অফিস কার্যালয় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মো. ইকবাল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মো.আরিফ হোসেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন খুলনার সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু বকর মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল বসির খান, আইসিটি কর্মকর্তা মো.রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জি, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, রূপসা ফায়ার সার্ভিসের সাব-ষ্টেশন কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রমূখ।
সভায় যে কোন মুহুত্বে দুর্যোগ কবলিত মানুষের পাশে দাড়ানোর জন্য উপজেলা সদরে ফায়ার সার্ভিসের কার্যক্রম চালু করার দাবী জানানো হয়।