আব্দুল লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ ডুমুরিয়ার চুকনগরে অজ্ঞাত এক ব্যাক্তি (৩৮) এর মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের উপজেলার চাকুন্দিয়া জামাই পাড়া এলাকা থেকে মৃত্যুদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে অজ্ঞাত ওই ব্যক্তি এলাকায় ঘোরা ঘুরি করছিল। এর পর দুপুরের দিকে তাকে ঘুমিয়ে থাকার মত দেখা যায়। বিষয়টি প্রথমে স্থানীয়রা দেখতে পায়। কিন্তু তার কোন সাড়া না পেয়ে লোকজন জড় হয় ঘটনা স্থলে। এক পর্যায়ে দেখা যায় সে মৃত্যুবরন করেছে । তার পরনে সাদা রং এর পাজমা, লাল রং এর হাফ হাতা গেঞ্জি ও মাথায় টুপি ছিল।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনা স্থলে এসে অজ্ঞাত মৃত দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ প্রসংগে থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, মৃত্যু অজ্ঞাত ব্যাক্তির সঠিক পরিচয় পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ বেওয়ারিশ ভাবে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।