আব্দুল লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ খুলনার ডুমুরিয়া উপজেলার উলা মাজিদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনের বেজমেন্ট ঢালাইয়ের মাধ্যমে কাজের সূচনা করেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম,পি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি নোয়াপাড়া পীর সাহেব শাহ ওলীউজ্জামান উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা হাবিবুর রহমান, প্রভাষক মল্লিক নাছিমুল ইসলাম,মাও: শহিদুল ইসলাম,মোল্যা কবির হোসেন, মাও: রফিকুল ইসলাম,আ’লীগ নেতা মোল্যা আকরাম হোসেন, ইউপি সদস্য মহিউদ্দীন কবিরাজ ও শেখ হাসান আলী, শাখাওয়াত হোসেন মল্লিক প্রমূখ। উদ্ভোধনী সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশে শিক্ষা ব্যবস্হা উন্নয়নে খুবই আন্তরিক। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি করোনা মহামারির মধ্যে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্হা নিশ্চিত করেছে।