আব্দুল লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার অংশে নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেছাঘোনা কালভার্ট নামক স্থানে সড়ক পরিবহন আইন’২০১৮ এর উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: শাহানাজ বেগম।
এ সময় সড়ক পরিবহন আইন লংঘনের অপরাধে ১৮ টি মামলায় ৩৪ হাজার ৭শ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় সড়কে চলাচল কারী বাস, ট্রাক, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্বাস্হ্যবিধি অমান্য করে মাস্ক ব্যতীত কোন যাত্রী না নেওয়া, প্রয়োজনে যাত্রী সাধারণকে মাস্ক সরবরাহ করার ব্যবস্থা রাখা, গতিসীমা মেনে গাড়ি চালানো প্রভৃতি বিষয়ে চালকদের উদ্বুদ্ধ করা হয়।
এসময় হেলমেট, গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি না থাকা সহ বিভিন্ন অপরাধের ১৮টি মামলায় সড়ক পরিবহন আইন’২০১৮ ধারায় ৩৪ হাজার ৭শ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
এ সময় থানা পুলিশের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মচারী বৃন্দ আদালত পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।