রূপসা প্রতিনিধিঃ রূপসায় কমিনিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ঋণ কার্যক্রমের উপকারভোগীদের মাঝে কোডেক সুরক্ষা তহবিলের সুবিধা প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কোডেক কাজদিয়া শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।
কোডেকের এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন কাজদিয়া শাখা ব্যবস্থাপক পুষ্পক সরকার,শাখা হিসাবরক্ষক শেখ রেজাউল ইসলাম, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন প্রমূখ।
অনুষ্ঠানে মোট ১০ জন সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়।