রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার সরকারি অফিসসমূহের কর্মকর্তা কর্মচারীদের ই-নথি বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান গত ১৫ অক্টোবর বিকালে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
রূপসা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান।
সহকারী প্রোগ্রামার রেজাউল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন মেডিকেল অফিসার সংগীতা চৌধুরী, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, নির্বাচন কর্মকর্তা মোল্যা নাসির আহম্মেদ, ইউআরডিও তারেক ইকবাল আজিজ,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহেরা খাতুন,জনস্বাস্থ্য প্রকৌশলী রুনা আক্তার সুমি, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মোসলেম আলী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, খাদ্যগুদাম ইনচার্জ দেবদূত রায় প্রমূখ।