রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে বীর মুক্তিযোদ্ধা হরষিত বিশ্বাস সহ তার পরিবারের চার সদস্যকে পূর্ব পরিকল্পিতভাবে পিটিয়ে গুরুত্বর আহত করেছে দূর্বৃত্তরা।
ভূক্তভোগী ও এলাকা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সকালে জনৈক বিনয় বৈরাগীর নেতৃত্বে কতিপয় দুর্বৃত্ত হরষিত বিশ্বাসের একটি হাঁস মেরে ফেলে, হরষিত বিশ্বাস তার প্রতিবাদ করায় সংঘবদ্ধ দূর্বৃত্ত চক্রটি হরষিত বিশ্বাসও তার পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।
এ ঘটনায় হরষিত বিশ্বাস ও তার পুত্র সুধাংশু বিশ্বাস (৩৫), ননী গোপাল (৪০) ও তার দুই পূত্রবধূ প্রভাতী ও কল্পনাকে পিটিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন হরষিত বিশ্বাসের চিৎকারে ছুটে এসে জনৈক বিনয় বৈরাগী সহ তার সহযোগীদের কবল থেকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে রূপসা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বীর মুক্তিযোদ্ধা হরষিত বিশ্বাসের উপর হামলার ঘটনায় রূপসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির আহবান জানিয়েছে।