রূপসা প্রতিনিধিঃ রূপসায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদারের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি মন্দিরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ১৫ অক্টোবর সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের ৭ টি পূজা মন্দিরে অর্ধ শতাধিক গেঞ্জি,মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, শ্রীফলতলা ক্যাম্প ইনচার্জ এস আই হারুন-অর রশিদ, ইউপি সচিব নজিবুল ইসলাম, ইউপি সদস্য আয়েশা আক্তার রিপা, শিরিনা আক্তার, আমিনুল ইসলাম সাগর,মোকছেদ আলী মল্লিক, শামসুল হক লালা, ফরহাদ সরদার, মিজান শেখ, মিহির কুমার পাল, পূজা পরিষদ নেতা গৌতম কর, আশিষ কর, উত্তম কুমার শীল, তপন কুমার রায় চৌধুরী, সাংবাদিক চিত্ত রন্জ্ঞন সেন প্রমূখ।
পরবর্তীতে ইউপি চেয়ারম্যান ইসহাক সরদার তার ব্যক্তিগত তহবিল থেকে ডোমরা পূর্ব পাড়া সার্বজনীন পূজা মন্দিরে ৩ বান টিন বিতরণ করেন।