নিজস্ব প্রতিবেদকঃ রূপসার জোয়ার,বাধাল,মৈশাঘুণী এলাকায় অবস্থিত জেবিএম গোল চত্বরে মানবতার সেবায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে রূপসার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন রূপসা ব্লাড কাফেলা ।
১৬ অক্টোবর শুক্রবার রূপসা ব্লাড কাফেলার সভাপতি শেখ নাজমুস সাকিব এর সভাপতিত্বে গ্রুপিং এর সময় যাদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে তারা মানবতার কল্যাণে রক্তদানের প্রত্যয় ব্যক্ত করে অনেকেই স্বেচ্ছায় নিজের নাম, রক্তের গ্রুপ এবং ফোন নম্বর খাতায় রেজিস্ট্রেশন করেন।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লেখক ও সাংবাদিক এফ এম বুরহান উপস্থিত সকলকে স্বেচ্ছায় রক্ত দানে এগিয়ে আসার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ ফরহাদ মোল্লা, মেহেদী হাসান, সোহান শেখ, আবিদ হাসান , হাসিবুর রহমান, মোঃ সাকিল গাজী, জাকারিয়া মল্লিক, মোস্তাফিজুর রহমান লাবু, সাকিব গাজী,কাবির আহমেদ,আমিনুল ইসলাম,আব্দুল কাদের, সাংবাদিক আজাদ,আরমান মল্লিক,তামান্না তাবাচ্ছুম ,ফামিম খান,সাহাবুর খান,রবিউল ইসলাম, মামুন মোড়ল প্রমুখ।