নিজস্ব প্রতিবেদকঃ রূপসা ঘাটে নৌকার পাটাতন ভেঙে সুফিয়া নামের এক যাত্রীর দুটি পা রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে রূপসা উপজেলার পূর্ব-রূপসা ঘাটে।
জানা যায় সোমবার (১৯ অক্টাবর) উপজেলার জয়পুর গ্রামের মিনাবাড়ি সড়কের বাসিন্দা আবুল কালাম মুন্সির স্ত্রী সুফিয়া বেগম খুলনায় যাবার সময় নৌকায় উঠতে যেয়ে নৌকার পাটাতন ভেঙে পড়ে যেয়ে চিৎকার করতে থাকে।
এসময় তাকে কেউ উদ্বার করতে এগিয়ে না এলেও রূপসা উপজেলার আনসার প্লাটুন কমান্ডার জেসমিন দ্রুত লাফিয়ে পড়ে তাকে উদ্বার করেন । এসময় দেখা যায় মহিলাটার দুই পায়ের উপরের অংশের মাংস নৌকার ইঞ্জিনে কেটে টুকরো হয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় জেসমিন অন্য এক যুবকের সহযোগিতায় তাকে উদ্বার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মানবিক জেসমিন নিজের টাকা দিয়ে ঔষধ কিনে তার সেবা করেন। দুপুর সাড়ে ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত সুফিযা অচেতন অবস্থায় ছিল। পরে জ্ঞান ফিরে আসলে তার পরিচয় জানতে পারেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে রূপসা ঘাটে কিছু উচ্ছৃংখল মাঝি কোন নিয়ম-কানুনের তোয়াক্কা না করে ঝুকিপূর্ণ অবস্থায় যাত্রী ওঠা-নামা করানোর ফলে প্রতিনিয়ত যাত্রীরা দূর্ঘটনার কবলে পড়ে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে অভিযুক্ত মাঝিদের অর্থদন্ড দিয়ে সতর্ক করেছেন। তাসত্বেও কোন ভাবেই নিয়ন্ত্রন করা যাচ্ছেনা মাঝিদের দৌরাত্ব।