নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।
২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ভোট পেয়েছেন রাবেয়া সুলতানা (তালগাছ) -১৫৬৫ ভোট, নার্গিস পারভিন (কলম)-৭২৯ ভোট, আসমা বেগম (বই) -৩৩৯ ভোট পেয়েছেন। রাবেয়া সুলতানাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়।
আজগড়া মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। তিনটি কেন্দ্রে ৩ জন প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। প্রিজাইডিং কর্মকর্তারা হলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জী ও দারিদ্র বিবেচনা কর্মকর্তা পরিমল দাস।
৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬৭৩৭ জন। ভোটার উপস্থিতির সংখ্যা তুলনামূলক ভাবে কিছুটা কম ছিল।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়- উক্ত সংরক্ষিত আসনে মহিলা সদস্য নিলুফা ইয়াসমিনের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট,র্যাব, পুলিশ,আনসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা দায়িত্বে নিয়োজিত ছিলেন।