তিনি রবিবার বিকেলে শারদীয় দূর্গোৎসবের নবমীতে দিঘলিয়া উপজেলার বিভিন্ন দূর্গা মন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এড. ফরিদ আহমেদ, সাবেক ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস, জেলা আ’লীগ সম্পাদকের সহধর্মীনি রুমা অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম,সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন,ব্যবসায়ী বিপ্লব অধিকারী, এম এ রিয়াজ কচি, হোসেনে আরা চম্পা, ফারহানা হালিম,মোজাফ্ফার মোল্লা, মৃনাল কান্তি বিশ্বাস, খায়রুল আলম, ভাইস চচেয়ারম্যানদ্বয় আলী রেজা বাছা, মমতাজ শিরিন ময়না,চন্দনিমহল ইউনিয়ন সভাপতি গাজি আজগর আলী,বারাকপুর নিয়নিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজি রউফসাধাঃ সম্পাদক চৌধুরী ওয়াদুদ সেনহাটি ইউনিয়ন সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধাঃ সম্পাদক শাহ আলম, দিঘলিয়া ইউনিয়ন সভাপতি আবজাল হোসেন, সাধাঃ সম্পাদক মো মঞ্জুর হোসেন, ছাত্রলীগের ছিল, খায়রুল বাশার, রুবেল রানা, নাহিদ জুম্মন জেড, আশিক, হামিম, শাকিল, শাকিল মোড়ল, আফ্রিদি, নাজমুল,
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রাসেল ভুলু, মোঃ ফয়সাল আহম্মেদ, মিজান মল্লিক, জনি গাজি, আলামিন হোসেন রিয়েল, মইনুল ইসলাম মঈন, কামাল মিয়া, প্রিন্স, রাজিব,উসমান, মনির, তানভীর শাকিল, মামুন, মোঃ কবির হোসেন রেজাউল করিম রেজা, জি এম রেজা,ছাত্রলীগের ছিল, খায়রুল বাশার, রুবেল রানা, নাহিদ জুম্মন জেড, আশিক, হামিম, শাকিল, শাকিল মোড়ল, আফ্রিদি, নাজমুল,খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রাসেল ভুলু, মোঃ ফয়সাল আহম্মেদ, মিজান মল্লিক, জনি গাজি, আলামিন হোসেন রিয়েল, মইনুল ইসলাম মঈন, কামাল মিয়া, প্রিন্স, রাজিব,উসমান, মনির, তানভীর শাকিল, মামুন, মোঃ কবির হোসেন, উত্তম কুমার বিশ্বাস, তাপস বিশ্বাস, যুবলীগ নেতা রতন কুমার মন্ডল, আরাফাত আজাদ, মাঈনুল ইসলাম মঈন, মোঃ জামাল ফকির, আব্দুল্লাহ আল মামুন, গাজী পাভেল প্রমুখ।
প্রধান অতিথি এ সময় তার ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান ও শাড়ি বিতরণ করেন।