লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ ডুমুরিয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
২৮ অক্টোবর বুধবার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদ্য অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম।
উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে এসকল শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে শিক্ষার্থীদের বিতরনের জন্য জন্য স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, সহকারী শিক্ষা অফিসার রেক্সনা আক্তার, প্রধান শিক্ষক কণিকা মন্ডল, রবিউল ইসলাম লাবু, দেবাশীষ চন্দ, আব্দুস সালাম, আব্দুস সাত্তার মোড়ল, মফিজুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।
অপর একটি অনুষ্ঠানে গরিব দুঃস্থ অসচ্ছল পরিবার প্রধানদের মাঝে ১৪ টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়।