ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুতে ডুমুরিয়া উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৯ অক্টোবর বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও আছর নামাজ বাদ ডুমুরিয়া বাজার পুরাতন সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক শেখ হাফিজুর রহমান।
এ সময় স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, জেলা যুব দলের সহ-সভাপতি শেখ শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক সন্দীপ চট্টোপাধ্যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এফএম রফিকুল ইসলাম, বিএনপি নেতা মহসিন বিশ্বাস, হেলাল উদ্দীন শেখ, এমএম জাফর হাসান, জিয়াউর রহমান খান জীবন, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান সরদার, সোহান আহম্মেদ, ফরিদুর রহমান উজ্জ্বল, সোহাগ গাজী, মাসুদ রানা, তামিম শেখ, হাদিউল ইসলাম, বীরেশ্বও মন্ডল, ববি হাওলাদার, সৈয়দ নায়মুর ইসলাম নাঈম, ইমরান খান, আব্দুর রহমান খান। দোয়া পরিচালনা করেন সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদের পেশ হাফেজ আব্দুল জলিল খান।