আব্দুল আউয়াল, ফকিরহাট প্রতিনিধিঃ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটূক্তির প্রতিবাদে ফকিরহাটে ওলামা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর অনুষ্ঠিত মানববন্ধনে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুরাদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শেখ হাবিবুল্লাহ, মাওঃ ইমরান বিন লুৎফর, মাওঃ শেখ আবু বক্কর, হাফেজ শহিদুল ইসলাম টুটুল, মুফতি আব্দুল মান্নান ও মাওঃ আল আমিনসহ ফকিরহাটের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শেখ হাবিবুল্লাহ বলেন, ফ্রান্সের এধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের জন্য প্রতিটি মুসলমানের ন্যূনতম ঈমানী পরিচয় দিতে হলেও ফ্রান্সের সকল পণ্য বর্জন করা উচিত। এ সময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যের সময় অনতিবিলম্বে ফ্রান্স যদি সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা না চায় তাহলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন।