শেখ রবিউল ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম জরুরী সভা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
৩১ শে অক্টোবর শনিবার বিকাল ৫ টায় দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হোসেন লিপুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, এম এ রিয়াজ কচি, মনিরুল ইসলাম মোড়ল, শাহরিয়ার নাজিম, হাফিজুর রহমান, কিশোর কুমার দে, মোঃ ইব্রাহিম শেখ, শেখ রবিউল ইসলাম রাজিব, নাহিদ জুমান জেড, রাজিব শেখ, রাজিবুল ইসলাম রেজোয়ান, মিজানুর রহমান জীবন, বিয়েল শেখ, রেদোয়ান আহমেদ হামিম, উজ্জ্বল কুমার দাস, কাজী রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী সভায় প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ ও প্রধান পৃষ্ঠপোষক সহ প্রেসক্লাব সংশ্লিষ্ট সকল পদ গঠনতন্ত্র মোতাবেক পদায়ন করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সকল পর্যায়ের সন্মানিত ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে দিঘলিয়া প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রেসক্লাব / সাংবাদিকদের নামে এলাকার চিহ্নিত একাধিক মামলার আসামি অশালীন ভাষা ব্যবহার করায় সকল সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা জ্ঞাপন করেন। চিহ্নিত সন্ত্রাসী কতৃক প্রেসক্লাব/সাংবাদিক সম্পর্কে অশালীন মন্তব্য প্রদান করা সাংবাদিকবৃন্দ মনে করেন এটা তাদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি। কিছু দুষ্কৃতকারী এবং এই সন্ত্রাসী গ্রুপের মদদ দাতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ব্যাবস্থা নিতে অনুরোধ করা হয়।
দিঘলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ সৈয়দ আবুল কাশেমের মায়ের সুস্থতা কামনা করা হয়। দিঘলিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান।