রূপসা প্রতিনিধিঃরূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাসরিন আক্তারের সাথে “রূপসা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
০৪ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভায় ইউ.এন.ও নাসরিন আক্তার দূর্নীতি প্রতিরোধে করনীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা তার বক্তৃতায় সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরেন।
দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ রহমতুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ শামসুর রহমান, আব্দুল মালেক শেখ, শেখ তৈয়াবুর রহমান, অলোক চন্দ্র দাস, রুমানা আক্তার ও মোঃ আখতার খান। ৯ সদস্য বিশিষ্ট রূপসা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সমাজের বিভিন্ন অসংগতি, দূর্নীতি ও স্বজনপ্রীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।