শেখ রবিউল ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্কের যৌথ উদ্যোগে ৫ই নভেম্বর ২০২০ সকাল দশটায় উপজেলা চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. লুতফুর রহমান, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মহিলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, অপরাজিতা নারী যথাক্রমে শাকিলা আক্তার জুই, তাসকিরা বেগম, মৃদুলা রায়, রুবিনা আক্তার, শরিফা, রিক্তা, রওশনারা রিনী, রুমানা হাফিজ, অনিতা প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ( সংশোধন -২০০৯) অনুচ্ছেদ ৯০বি অনুযায়ী রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি সহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করার কথা ছিলো। নির্বাচন কমিশন এই আইনটি সম্প্রতি মন্ত্রীপরিষদে সুপারিশের জন্য পাঠানো হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ১১ টি উপজেলায় ৮৪ টি ইউনিয়নে সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো- অপারেশনের সহযোগিতায় ও হেলভেটাস সুইস ইন্টারকোআপারেশনের তত্ত্বাবধানে অপরাজিতা প্রকল্প বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক মানববন্ধন শেষে দিঘলিয়ার সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।