লতিফ মোড়ল, ডুমুরিয়াঃডুমুরিয়া আন্দুলিয়া স্পোটিং ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ১৬ দলীয় নাজির হোসেন খান ফুটবল টুর্নামেন্ট ২০২০।
শুক্রবার ছিল ১ম পর্বের তৃতীয় খেলা। উক্ত খেলায় সভাপতিত্ব করেন; মকবুল হোসেন মন্টু, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন; গাজী আব্দুল হক। বিশেষ অতিথি ছিলেন; সংরক্ষিত মহিলা আসনের সদস্য আরজিনা বেগম, রিয়াজ উদ্দিন উকিল, আল আমিন বিশ্বাস, জিল্লুর রহমান আকুঞ্জী প্রমূখ। দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
উক্ত খেলায় ডুমুরিয়া কালিবাটি ফুটবল একাদশ ও সেন্ট মেরী ফুটবল একাদশ সাতক্ষীরা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে অমিমাংসিত থাকে। পরবর্তীতে ট্রাই ব্রেকারের মাধ্যমে ৩-০ গোলে বিজয় লাভ করে সেন্ট মেরী ফুটবল একাদশ সাতক্ষীরা জয়লাভ করে। খেলা পরিচালনা করেন; মোশাররফ হোসেন। আগামি ৯ তারিখ সোমবার এ টুর্নামেন্টের ৪র্থ খেলায় অংশগ্রহণ করবে খুলনা মহামেডান ফুটবল একাদশ বনাম ডুমুরিয়া হাসানপুর ফুটবল একাদশ।