শেখ রবিউল ইসলাম রাজিব, দিঘলিয়া প্রতিনিধিঃখুলনার দিঘলিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সহযোগিতায় “উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কর্মসূচী” অব্যাহত রেখেছে। শত শত নারী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হবে এবং দেশীয় অর্থনীতি চাঙা রাখতে সুদুরপ্রসারি সিদ্ধান্ত নিয়েছে শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
৫ নভেম্বর দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম, প্রকল্প পরিদর্শন এবং প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় তারা নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে করনীয়, প্রশিক্ষণকালীন ও প্রশিক্ষণ পরবর্তী করণীয়, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নারীদের ভূমিকা ও ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাজল মুন্সি প্রমুখ।